ধড়ফড় কাঁপছিলো বুক
নয়নের জলে ভাসে,
বন্দুক হাতে ঘাতকের দল
হিংস্র চোয়ালে হাসে।
আকাশ বাতাস উঠেছিল কেঁপে
রাসেলের চিৎকারে,
মা'র কাছে তবু দেয়নি তো যেতে
নিষ্পাপ অভাগারে,।
বুলেটে বুলেটে মা,বাবা ভাই
হয়েছে সেদিন ঝাঁঝড়া,
সীমাহীন এই বর্বরতায়
ভেঙ্গেছে জাতির পাঁজড়া।
অবশেষে শিশু শেখ রাসেলের
থেমে গেলো ধড়ফড়,
রক্ত প্লাবণে ভাসলো সেদিন
বত্রিশ নম্বর।
মায়ের বক্ষে ফিরবে রাসেল
নিয়তি বুঝিও চান না,
চিরকাল তাই প্রতিধ্বনি হবে
শেখ রাসেলের কান্না।
Post a Comment