Header AD

আইনুন্নাহার মজুমদার লুবনা'র কবিতা || কাজী নজরুল ইসলাম



ঢাকা ইউনিভার্সিটির 


মসজিদের পাশে চিরনিদ্রায়  নজরুল 

 

মোয়াজ্জিনের আজান শুনে


 কাব্য ছন্দের বুলবুল 



ঝাঁকড়া কালো লম্বা চুল 


মহোদয় গুরুচণ্ডালী 


সেতো বাংলা নজরুল 


কত লক্ষ্য   লেখা রচনাবলী। 


কলকাতায় থাকবে চিরতরে 


থাকবে বইয়ের পাতায় 


তার কবিতায় মন ভরে 


এখনো আছে এই নজরুল সবার তরে। 


পাড়ার সকল দামাল ছেলে 


কতশত কাব্য গান 


উপন্যাস কবিতা 

 

হৃদয়ে গাঁথা কাজি নজরুলের ছবিটা। 


কাজী নজরুলের কবরে


লক্ষ ফুলের শারি 


কাজী নজরুলকে আজো 


ভুলতে নাহি পারি। 


গগণতলে বাংলার মাটিতে 


তোমার তরে লক্ষ সাহিত্যিক গড়ে


কাজী নজরুলের জন্য 


এখনও চোখের জল পড়ে। 


আকাশে বাতাসে চাঁদের আলোয় 


শুধু একটাই ধ্বনি কাজী 


নজরুল কাজী নজরুল 


দু:খু মিয়াকে  দেই  কোটি ফুল।


কাজী নজরুলের সাধনায় 


সাধ্য সাহিত্যের  কূল 


কাজী নজরুলের নামে কত কতশত স্মৃতি 


কাজী নজরুলের জন্য রইলো ভালোবাসা আর প্রিতি।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1