যেন কত কাল
কত মহাকাল মহাকাল
ধরে প্রহর গুনেছি
বুকটা ভরাব বৃষ্টি বেলার গানে,
যেন---
পেরিয়ে এসেছি লক্ষ যুগের
রুক্ষ মরুর পথ।
অবশেষে অশেষ আমার
মেঘসম্ভারের মেঘলা মায়ার পদতলে এসে
অবনত এই জীবন দহন, দহিত যাতনা,
মেঘভেজা এই বুনো বরষায়
ষতনে আমাকে রাখি
ভিজে ওঠে বছর বছরের
মরা গাছ -- বোবা ডালপালা
অধীর ফসলী মাঠ,
বাক্যে বুননে বংপিয়াসী শত
কবিতার প্রচ্ছদ,
এই বরষার জলধোয়া মাঠে
অবনত হই জীবন জমানো বিনম্র অনুরাগে
বুকের অতলে মগ্ন মেঘের অথৈ নিনাদে
মহানন্দের মহাবেদনার কাছে।
Post a Comment