লাল-সবুজের বুক চিঁড়ে
কত শত বাঁধা, শৃঙ্খল ছিড়ে
হিমালয় হয়ে উঠে আসে একটি দেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ!
এদেশ আমার মায়ের আঁচল
এদেশ আমার বোনের আশা
এদেশ আমায় উপহার দিলো
রক্তঝরা মাতৃভাষা ভাষা!
এই দেশেরই নদীর জল
এই দেশেরই মাটি
এই দেশেরই আলো-বাতাস
সোনার চেয়ে খাঁটি!
তোমার বুকের শস্য ক্ষেত্র
করিছে অন্নদান
তুমি প্রিয় বাংলাদেশ
তুমি চির অম্লান!
Post a Comment