আমি এখন ইচ্ছে করে-ই থাকি ভুলে অনেক কিছু,
পুরনো স্মৃতি ছাড়ে না আমায়, দিবসযামী নেয় পিছু।
যখন তখন ভাসিয়ে দেয় পাহাড়সম জলচ্ছাসে।
উড়ায় আবার ঘুড়ি করে নীল গগনে ভালোবেসে।
ইচ্ছে হলেই লেপ্টে থাকে জাপটে ধরে বুকের মাঝে।
কখনও বা আকাশ-কুসুম স্বপ্ন দেখায় সকাল সাঁঝে।
ইচ্ছে হলেই যখন তখন খরতাপে পোড়ায় সে, ভেতর বাহির।
পোড়া ঘাতে লাগায় আবার,মলম নামক রঙিন আবীর।
তাহার বিরাজ শিরা-উপশিরায় সত্ত্বাতে মোর,সকাল কাজে।
দিশেহারাই আঁচড়ে পড়ি,লুকাই আমি নিজের মাঝে।
বারবারই পণ করি,মাড়াবো না পথ স্মৃতির সীমানায়।,
প্রেমময় সে-ই নিঠুর স্মৃতি আমায় কাঁদায়,আঁখি ভরায় কানায় কানায়।
Post a Comment