Header AD

মাধুরী শর্মা'র কবিতা || দেখা হবে




জানি দেখা হবে আবার,,, কোনো পথের পরে,কোনো এক অজানা পথে।


দেখা হবে কোনো এক নব বসন্তে, ফাগুন হাওয়ায় ঝরা পাতার দেশে।


দেখা হবে গ্রীষ্মের রৌদ্র ক্লান্তিতে,কোনো এক ঝরো হাওয়ায়।  



 দেখা হবে সন্ধ্যার মেঘমালায়, সন্ধ্যা প্রদীপ ধূপের ধূনোয় মায়ের পায়ে পুজোর কালে।


দেখা হবে সন্ধ্যাতারায়,গল্প বলার ছলে।গল্পে নীলপরি হয়ে প্রজাপতির ডানায় উড়ে গল্প শোনার কালে।


দেখা হবে ঘুম ঘোরে,ঘুম জাগানিয়ায়।


দেখা হবে কোন এক প্রভাতিয়ায়, প্রভাত পাখির গানে,সপ্তসুরের রাগিনীতে।



দেখা হবে দিবস রজনী,,,



দেখা হবে রবির অস্তাচলে,সূর্য স্নানে। 


দেখা হবে নীড়ে ফেরার কালে,বেলা ফুরাবার আগে।



হয়তো,,, চেনায় অচেনা ভাব,অচেনায় ক্ষনিকের দেখা,,বারেবারে ফিরে দেখা,অজানা মনকথা,,,,


নিশ্চুপ আপন গন্তব্যে চলা,,,


হবে দেখা শেষের দেখা,,


হয়তো হবে আবার দেখার আশায়,,,,



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1