Header AD

আফলাতুন নাহার শিলুর কবিতা || সর্বকালের নজরুল

নজরুল জয়ন্তীতে কবিতার মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি । 




মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

হে নজরুল, কোথায় আজ তোমার সাম্যবাদের গান?

পথে পথে দেখি ভিখারীর হাহাকার, পীড়িতের ক্রন্দন

ক্ষুধার অন্নে ভরে থাকে আজো মোল্লা-ঠাকুরের উঠোন। 


কোথায় তুমি নজরুল, নেই তোমার অসাম্প্রদায়িকতা।

তোমার আদর্শের লেবাস পরে ওরা টেনে আনে অশ্লীলতা

ধর্মের নামে অধর্ম, আর নারীর অসম্মান

তুমি কী কভু পারবে না ফেলতে ইতরের গর্দান?

চারিদিকে আজ অজাচার আর শ্রমিকের কাঁধে আঘাত

তোমায় নিয়ে বিভক্তি আর বিচ্ছেদের কষাঘাত।


চারিদিকে আজ নারী- লিপ্সু, অতিমানবের দল

নজরুল তুমি আরেকবার বলে দাও, নারীই শক্তি, নারী সুনির্মল।

নারীরা আজ পুরুষের পাশে তনু নারীরই যত অপমান; 

কবি, জানো কী তুমি নর-নারী আজো হয় নি এক সমান। 

হবে নাকি এক, সাম্যবাদ, নতুন দিনের নতুন প্রভাত

আমরা আবার তোমাকে চাই মহাবিদ্রোহীর মহা সওগাত।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1