চেরী ফুলের হাওয়ায় ভাসছে নীল আকাশ।
এখানে আকাশ খুব নীল আর বিশাল বড়।
ফুলে ফুলে ছেঁয়ে যাওয়া প্রতিটি বৃক্ষ কামনায় রত।
কিশোরীর গল্পে প্রেম পুনরাগমন
ফিরবে তার হৃদয়ে শীতল শব ।
বহু দিন পর অপকটে কিছু কথা
প্রকৃতির সাথে একা মুখোমুখি বসার পর
প্রচন্ড কালবৈশাখী ঝড় তচনছ করে যায়,
এইতো জীবনের গল্প।
Post a Comment