Header AD

আইনুননাহার মজুমদার লুবনা'র কবিতা || হানিফ খান




জাতীয় কবিতা পরিষদের প্রাণ 

কবি হানিফ খান 

কত দায়িত্ব বোধ ছিলো তার

জাতীয় কবিতা পরিষদের

 গলার হার


দক্ষতা বৃদ্ধি মত্বা

 ছিলো হানিফ খানের জনপ্রিয়তা

কবি হানিফ খান দক্ষ 

লেখালেখিতে  কবি সৈনিক 

কবিতা লিখতো দৈনিক।


চিরোদিন রবে হানিফ খান নিরবে

সেদিন দোখেছিলাম

কবিতা পরিষদে।


সাহসী যুক্তি

 ছিল তার মাথায়

চঞ্চলতা ছিলো

 তার কথায়।


কত বড় দায়িত্ব ছিলো

কবিতা পরিষদের 

কার কি লাগবে

দেখতো খুঁজে এ-র সবার।


কত শত দিনগুলো

হানিফ খান এর 

কবিতা পরিষদের মেঝেতে

হানিফ খানের পায়ের ধুলো।


লম্বা চুল ছিলো মাথায়

রাগি সহনশীলতা সম্প্রীতি শান্তি 

আমরণ বেঁচে থাকবে বইয়ের পাতায়

বৃক্ষ কবি বেষ্টিত  বিশ্বমানচিত্র।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1