Header AD

প্রসপারিনা সরকার কবিতা || বঞ্চিতরা গর্জে ওঠে না



ভূস্বামীর অর্থসম্পদ কড়ি, দালানকোঠা বিলাসবাড়ি ৷

আর গৃহহীনের মাথার উপরে প্রত্যহ রোদ বৃষ্টি ঝরে 

তাদের ছেঁড়া বসন

 রুগ্ন শরীর চোখ  কোটরে 

পাঁজরের হাড়গুলি নিঃশ্বাসে ব্যঙ্গ করে চেয়ে থাকে। 


এতো বৈষম্য উঁচু- নিচু কত পার্থক্য বিরাজমান 

তবুও সমাজ দৃষ্টিহীন, মানুষগুলো চেতনাহীন 

দৈবাৎ লেখেন কতিপয় 

লেখক কবি সুধীজন 

বাকি সব ঘুমন্ত নিরব  

চায় শান্তিপূর্ণ সুখী জীবন। 


ক্রমাগত শ্রেণী বিভেদ বাড়ছে দিনদিন 

স্বার্থলোভী প্রভাবশালীরা ক্ষমতার দাপটে রঙিন 

সমাজ জাতির কর্ণধার প্রশাসকেরা নীতিহীন

ফলে সুশাসন সমবন্টনের অভাবে দুর্নীতি সীমাহীন।  


এ দিকে নিঃস্বরা খাদ্যের সন্ধানে হাঁটে বিরামহীন 

ক্ষুধার জ্বালায় তৃষ্ণায় বুক পেট করে চিনচিন। 

নাই খাদ্য বস্ত্র চিকিৎসা, ওরা অসহায় ভূমিহীন 

তবুও বঞ্চিতরা গর্জে ওঠে না,  থাকে নীরব বাক্যহীন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1